ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আমদানির ওপর নির্ভরতা কমানোর পরামর্শ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ১৯ মে ২০২২  
আমদানির ওপর নির্ভরতা কমানোর পরামর্শ

মন্ত্রিসভার বৈঠক (ফাইল ফটো)

আমদানি করা পণ্যের ওপর নির্ভরতা কমানোর পরামর্শ দিয়েছেন মন্ত্রিসভা। বৃহস্পতিবার (১৯ মে) সকালে মন্ত্রিসভার বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 

বৈঠকের বিস্তারিত তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘দ্রব্যমূল্য নিয়ে ডিটেইল আলোচনা হয়েছে। কমার্স অ্যান্ড ফাইন্যান্স মিনিস্ট্রিকে কতগুলো ইন্সট্রাকশন দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এই যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে বা সাপ্লাই কমে যাচ্ছে, এই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করতে পারব, কোন জায়গায় রেস্ট্রিকশন দিলে ভালো হবে বা ওপেন করলে ভালো হবে—এগুলো দু-তিন দিনের মধ্যে আলোচনা করে তুলে ধরতে হবে। ডলারের যে ক্রাইসিস হচ্ছে, এটা কিভাবে সলভ করা যায়, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বসে দু-তিন দিনের মধ্যে প্রেসের সামনে বসার জন্য বলা হয়েছে।’

এএএম/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়