ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পদার্থবিজ্ঞানী এ এম চৌধুরীর মৃত্যুতে আইসিটি প্রতিমন্ত্রীর শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৪, ২০ মে ২০২২  
পদার্থবিজ্ঞানী এ এম চৌধুরীর মৃত্যুতে আইসিটি প্রতিমন্ত্রীর শোক

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) সাবেক চেয়ারম্যান ও বিসিসির সাবেক নির্বাহী পরিচালক বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ড. এ এম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার (২০ মে) শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এ এম চৌধুরীর মৃত্যুতে আরও শোক জানিয়েছেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, আইসিটি বিভাগ ও এটুআই পরিবার।

ড. এ. এম. চৌধুরী এটুআই প্রকল্পের পলিসি অ্যাডভাইজার আনীড় চৌধুরীর বাবা।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক রাজা কালিনারায়ণ স্কলার, রোজ প্যাটেল থিওরির প্রবক্তা ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত পদার্থবিজ্ঞানী ড. এ এম চৌধুরী বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় রাজধানী ঢাকার ধানমন্ডিতে নিজ বাসভবনে মারা যান। তার বয়স হয়েছিল ৮১ বছর।

হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়