ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

দুর্ঘটনায় নিহত আহসান কবিরের পরিবারের পাশে ডিএনসিসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ২৩ মে ২০২২   আপডেট: ১৫:২২, ২৩ মে ২০২২
দুর্ঘটনায় নিহত আহসান কবিরের পরিবারের পাশে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় নিহত সাংবাদিক আহসান কবির খানের পাশে দাঁড়িয়েছে ডিএনসিসি। আহসান কবির খানের সন্তানদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখাতে প্রতি মাসে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। 

সোমবার (২৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা। 

এতে বলা হয়, নিহত আহসান কবির খানের পরিবারকে অসহায়ত্বের কথা বিবেচনা করে এ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এর আগে গত ২৮ মার্চ দ্বিতীয় পরিষদের ১১তম করপোরেশন সভায় এই আর্থিক সহায়তার অনুমোদন দেওয়া হয়। এই টাকা তার স্ত্রীর অনুকূলে আর্থিক অনুদান ইএফটির মাধ্যমে দেওয়া হবে। আহসান কবির খানের স্ত্রী নাদিরা পারভীনের অনুকূলে আর্থিক অনুদান গত ২৫ নভেম্বর থেকে কার্যকর করা হয়। এই টাকা দিয়ে তিনি তার সন্তানদের পড়াশোনা ও সংসার খরচ চালাবেন।

এ বিষয়ে রোববার (২২মে) ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সই করা একটি অফিস আদেশ জারি করা হয়।

আরও পড়ুন: ময়লার গাড়িচাপায় নিহত কবিরের মরদেহ গ্রামের বাড়িতে দাফন

গাড়িচাপায় গণমাধ্যমকর্মীর মৃত্যু: সেই চালক রিমান্ডে

পান্থপথে দুর্ঘটনা: সহকারী মেকানিক হিসেবে কাজ করতেন চালক হানিফ

ঢাকা/মেয়া/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়