ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চতুর্থ শ্রেণি কর্মচারীদের ২৭ হাজার টাকা বেতন দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ২৭ মে ২০২২  
চতুর্থ শ্রেণি কর্মচারীদের ২৭ হাজার টাকা বেতন দাবি

চতুর্থ শ্রেণি কর্মচারীদের সর্বনিম্ন ২৭ হাজার টাকা বেতন নির্ধারণের দাবি জানানো হয়েছে।

শুক্রবার (২৭ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন এ দাবি জানায় বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি। অবিলম্বে নবম পে কমিশন গঠনসহ ৬ দফা পূরণের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. মানিক মৃধা। 

এ সময় সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম, কার্যকরি সভাপতি আবুল হোসেন আহমেদ বাবু, কেন্দ্রীয় উপদেষ্টা এম.এ আউয়াল, সহ-সভাপতি খন্দকার বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

দাবিসমূহের বিষয়ে কর্মচারীদের মনের পুঞ্জিভূত ক্ষোভ ও হতাশা নিরসনের লক্ষ্যে আগামী ৩০ জুনের মধ্যে সরকারের দায়িত্বশীল মহল থেকে সুস্পষ্ট নির্দেশনা না পেলে কিংবা বাজেটে এর কোন দৃশ্যমান প্রতিফলন না থাকলে সংগঠনের পক্ষ থেকে দাবি আদায়ে ১ জুলাই থেকে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।

 

/মামুন/সাইফ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়