ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গাফ্‌ফার চৌধুরীর মরদেহ দেশে এসেছে

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ২৮ মে ২০২২   আপডেট: ১২:৫৬, ২৮ মে ২০২২
গাফ্‌ফার চৌধুরীর মরদেহ দেশে এসেছে

আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ

প্রয়াত সাংবাদিক, সাহিত্যিক ও গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে ঢাকায় এসে পৌঁছেছে। শনিবার (২৮ মে) সকাল ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছায়।

এর আগে, শুক্রবার (২৭ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টার দিকে গাফ্ফার চৌধুরীর মরদেহটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে (বিজি ২০২) ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হয়।

গাফ্‌ফার চৌধুরীর মরদেহ বিমানে তোলার সময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন সাইদা মুনা তাসনিম হিথ্রো এয়ারপোর্টে উপস্থিত ছিলেন।

সর্বসাধারণের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন, জানাজা ও সমাহিতকরণ নিম্নলিখিত সময়সূচি-

দুপুর ১-৩টা: জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণ, ঢাকা বিশ্ববিদ্যালয়, গার্ড অব অনার এবং সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন।

বেলা সাড়ে ৩টা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ।

বিকেল ৪টা: জাতীয় প্রেসক্লাবে শ্রদ্ধা নিবেদন।

বিকেল সাড়ে ৪টা: মরদেহ নিয়ে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশে যাত্রা।

বিকাল সাড়ে ৫টা: মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিতকরণ।

গত ১৯ মে যুক্তরাজ্যের লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাফ্‌ফার চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ডায়াবেটিস, কিডনি রোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

আরো পড়ুন: দেশের পথে আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ

হাসান/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়