ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১০ বছরে মোবাইল ফোনের গ্রাহক বেড়েছে ১০ কোটি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ৭ জুন ২০২২  
১০ বছরে মোবাইল ফোনের গ্রাহক বেড়েছে ১০ কোটি

২০১২ থেকে ২০২২ সালের মে মাস পর্যন্ত ১০ বছরে বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহক প্রায় ১০ কোটি বেড়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

মঙ্গলবার (৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনে নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবুর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে মোস্তাফা জব্বার বলেন, ‘২০১২ সালে দেশে মোবাইল ফোনের গ্রাহক ছিল ৮ কোটি ৬৬ লাখ। ২০২২ সালের মে মাস পর্যন্ত গ্রাহক সংখ্যা বেড়ে হয়েছে ১৮ কোটি ৩৪ লাখ।’

তিনি জানান, ২০১২ সালে ইন্টারনেটের গ্রাহক ছিল ২ কোটি ৮৯ লাখ। বর্তমানে তা বেড়ে ১২ কোটি ৪২ লাখ হয়েছে।

 

 

আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়