ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো নারী প্রকৌশলী সম্মেলন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:২৫, ২৪ জুন ২০২২  
তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো নারী প্রকৌশলী সম্মেলন

দেশে তৃতীয়বারের মত অনুষ্ঠিত হলো নারী প্রকৌশলী সম্মেলন। আন্তর্জাতিক নারী প্রকৌশলী দিবস-২০২২ উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

নারী প্রকৌশলীরা প্রকৌশলী পেশার যেসব প্রতিকূল পরিবেশ বিরাজমান তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এ ছাড়া কর্মক্ষেত্র বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন তারা।

বুধবার (২২ জুন) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) পুরাতন ভবনের (২য় তলা) সেমিনার কক্ষে ‘৩য় বাংলাদেশ নারী প্রকৌশলী সম্মেলন -২০২২’ অনুষ্ঠানে অতিথিরা বলেন, নারী প্রকৌশলীরাই উন্নয়নের অন্যতম রোল মডেল। যদিও উচ্চ শিক্ষায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারী শিক্ষার্থীদের হার কম কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারীর অংশগ্রহণ চোখে পড়ার মতো। তবে দিন যতই যাচ্ছে প্রকৌশল বিদ্যায় নারীর উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, সকল সেক্টরের মতো পুরুষের পাশাপাশি নারী প্রকৌশলীরা দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। সরকারি-বেসরকারি সুযোগগুলো বৃদ্ধি পেলে প্রকৌশল বিদ্যায় নারীর অংশগ্রহণ কয়েকগুণ বেড়ে যাবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দশটি উদ্যোগের মধ্যে অন্যতম উদ্যোগ হলো, নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণ। প্রকৌশলে নারীর ক্ষমতায়ন তুলনামূলকভাবে বেশি। এই ধারা অব্যাহত থাকলে সামনে এর সুফল বাংলাদেশ ভোগ করবে বলে ধারণা করা যায়। দেশ এগিয়ে যাচ্ছে তারপরও নারীদের প্রতিবন্ধকতা রয়েই গেছে। এখনও পারিবারিকভাবে প্রকৌশল বিদ্যায় নারীদের আসায় বাধা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে পারিবারিক সামাজিকভাবে সবাইকে সচেতন হতে হবে।  প্রকৌশলসহ সকল সেক্টরে নারীর যথাযথ মূল্যায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।  

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রকৌশলী মো. নুরুল হুদা, প্রেসিডেন্ট, আইইবি গেস্ট অব অনার প্রকৌশলী মো. আবদুস সবুর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আ.লীগ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক এবং আন্তর্জাতিক), আইইবি, প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু), পিইঞ্জ, সাধারণ সম্পাদক, আইইবি এবং অধ্যাপক প্রকৌশলী সেলিয়া শাহনাজ, প্রধান, নারী প্রকৌশলী কমিটি, আইইইই। 
 
১৯১৯ সাল থেকে যুক্তরাজ্যের উইমেনন্স ইঞ্জিনিয়ারিং সোসাইটি (২৩ জুন) নারী প্রকৌশলী দিবস হিসেবে পালন করতো। পরে ২০১৭ সাল এসে ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক নারী প্রকৌশলী দিবস হিসেবে ঘোষণা করে। এই দিনের উদ্দেশ্য হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা।

দেশে প্রথমবারের মত ২০২০ সালে নারী প্রকৌশলী সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঢাকা/হাসান/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়