ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ২৫ জুন ২০২২   আপডেট: ১৩:১৭, ২৫ জুন ২০২২

‘মা-বাবার দোয়া আর বাংলাদেশের মানুষের সাহস যোগানো তাকে সকল কাজ করতে অনুপ্রেরণা যুগিয়েছে’ জানিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৫ জুন) মাওয়া প্রান্তে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনে সুধী সমাবেশে বক্তব‌্য দিতে গিয়ে এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘যে বাংলাদেশ আমার বাবা স্বাধীন করে গেছেন। এই বাংলাদেশ এভাবে অবহেলিত থাকতে পারে না। এই বাংলাদেশকে আমাকে কিছু করতে হবে।’

‘যে সাহস আমি পেয়েছি, এদেশের জনগণ যেভাবে সাহস দিয়েছে; আর সবসময় আমি অনুভব করি- আমার মা, আমার বাবা সবসময় তাদের দোয়া আমার ওপর রেখেছে। তাদের আশীর্বাদের হাত আমার মাথায় আছে। তা না হলে আমার মতো একটা সাধারণ মানুষ, একটা অতি সাধারণ বাঙালি মেয়ে এত কাজ আমি করতে পারতাম না, যদি আমার মা-বাবার দোয়া আমার ওপর না থাকতো।’

এসময় পদ্মা সেতুতে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের শুভ বৃদ্ধির উদয় হয়ে দেশপ্রেম জাগ্রত জবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন শেখ হাসিনা।

‘আমি আশা করি এই সেতুর কাজ বন্ধ করতে যারা নানাভাবে ষড়যন্ত্র করেছে বা বাধা দিয়েছে, তাদের শুভ বৃদ্ধির উদয় হবে। তাদের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত হবে। দেশের মানুষের প্রতি তারা আরও দায়িত্ববান হবে।’

পারভেজ/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়