ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

আরও ৪০ লাখ ফাইজারের টিকা দিলো যুক্তরাষ্ট্র

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ২৭ জুন ২০২২  
আরও ৪০ লাখ ফাইজারের টিকা দিলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে আরও ৪০ লাখ ফাইজারের টিকা অনুদান দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে বাংলাদেশকে ৬ কোটি ৮০ লাখেরও বেশি টিকা দিলো দেশটি।

সোমবার (২৭ জুন) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুকে বলা হয়েছে, বাংলাদেশকে ফাইজারের টিকার আরও ৪ মিলিয়ন ডোজ অনুদান দিতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের অনুদান দেওয়া মোট টিকার সংখ্যা ৬৮ মিলিয়নেরও বেশিতে এসে পৌঁছাল। এসব টিকা সরকারকে সারা দেশে টিকা প্রদান ও বুস্টার ক্যাম্পেইন সম্প্রসারণ করা এবং করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে সহায়তা করবে।

উল্লেখ্য, মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে অনুদান হিসেবে বিশ্বের সব দেশের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনার টিকা পেয়েছে বাংলাদেশ।

মেয়া/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়