ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ডিএনসিসির অভিযান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ৩ জুলাই ২০২২  
অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ডিএনসিসির অভিযান

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মহাখালী বাস টার্মিনাল এবং গাবতলী বাস টার্মিনালের সামনের রাস্তায় অবৈধ পার্কিং বন্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। যানজট নিরসনে এ অভিযান অব্যাহত থাকবে।

রোববার (৩ জুলাই) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় রাস্তায় অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে ৫টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বাসচালকদের সতর্ক করা হয় যেন কোনোভাবে রাস্তায় গাড়ি পার্কিং না করা হয়।

গাবতলীতে অবৈধভাবে টার্মিনালের সামনের রাস্তায় গাড়ি পার্কিং করে রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী এ অভিযান পরিচালনা করেন।

উল্লেখ্য, ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম ২১ জুন বাস রুট রেশনালাইজেশন কমিটির সভায় ঘোষণা দেন যে, মহাখালী ও গাবতলী বাস টার্মিনালের সামনের রাস্তায় অবৈধভাবে কোনো গাড়ি দাঁড়িয়ে থাকতে পারবে না।

মেয়া/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়