ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যাত্রীসহ ৪ ঘণ্টা আটকে থেকে ঢাকায় ফিরলো বিমান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ১৯ জুলাই ২০২২   আপডেট: ১২:২৭, ১৯ জুলাই ২০২২
যাত্রীসহ ৪ ঘণ্টা আটকে থেকে ঢাকায় ফিরলো বিমান

ফাইল ফটো

যান্ত্রিক ত্রুটির কারণে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসহ ৪ ঘণ্টা আটকে ছিলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এসময় ফ্লাইটের ভেতরে থাকা যাত্রীদের বের হতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। এমনকি সেসময় বিদ্যুতের কারণে বিমানের এসিও বন্ধ ছিলো।

সোমবার (১৮ জুলাই) রাত ৯টায় নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৯৬ ফ্লাইটটিতে এ ঘটনা ঘটে। সোমবার রাত ১টা ৩৪ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। সেখানে মোট ১৬০ জন যাত্রী ছিলেন। সবাই সুস্থ আছেন বলে জানা গেছে। 

জানা যায়, ফ্লাইটটি কলকাতা থেকে স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা ছিল। সব যাত্রী ওঠার পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় পাইলট ঘোষণা করেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ছাড়তে দেরি হবে।’

ঘণ্টাখানেক পর ফ্লাইটটি আবারও ঢাকার উদ্দেশে ছেড়ে আসার প্রস্তুতি নেয়। তবে রানওয়েতে গিয়ে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উড্ডয়ন বাতিল করে বোর্ডিংয়ের কাছে ফিরে আসে। উড়োজাহাজের দরজা খোলা না যাওয়ায় ৪ ঘণ্টা আটকে ছিলেন যাত্রীরা। 

পরে স্থানীয় সময় রাত ১২টা ৩৬ মিনিটে ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে রওনা করে রাত ১টা ৩৪ মিনিটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়