ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নিরাপত্তার কারণে যাত্রীদের নামতে দেওয়া হয়নি: বিমান কর্তৃপক্ষ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ১৯ জুলাই ২০২২   আপডেট: ১৪:১৩, ১৯ জুলাই ২০২২
নিরাপত্তার কারণে যাত্রীদের নামতে দেওয়া হয়নি: বিমান কর্তৃপক্ষ

ফাইল ছবি

কলকাতা বিমানবন্দরের নিরাপত্তার কারণে যাত্রীদের বিমান থেকে নামতে দেওয়া হয়নি। আর যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের এসি বন্ধ ছিল বলে জানিয়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স।

মঙ্গলবার (১৯ জুলাই) বিমানের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জাহিদ হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান।

পড়ুন: যাত্রীসহ ৪ ঘণ্টা আটকে থেকে ঢাকায় ফিরলো বিমান

তিনি বলেন, উড়োজাহাজের সেন্সরে প্রযুক্তিগত ত্রুটির কারণে লাল বাতি জ্বলতে দেখে টেক অফ বন্ধ করে দেন পাইলট।

বিশ্রাম নেওয়ার জন্য যাত্রীদের কেন বিমানবন্দরে ফিরিয়ে নেওয়া হয়নি জানতে চাইলে তিনি বলেন, কারিগরি ত্রুটি দ্রুত ঠিক হয়ে যাবে ধারণা করে বিমানবন্দর কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। ওই সময় মেরামতের কাজ চলছিল বলে যাত্রীদের মধ্যে খাবার পরিবেশন করা যায়নি। উড়োজাহাজের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও তারের সমস্যার কারণে কাজ করেনি, যা পরে ঠিক করা হয়েছিল।

বোয়িং ৭৩৭-এর ফ্লাইটটি গতকাল রাত ১টা ৪২মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলেও জানান তিনি।

এর আগে সোমবার (১৮ জুলাই) রাত ৯টা থেকে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৯৬ ফ্লাইটটি। কারিগরি ত্রুটির কারণেই দেড় শতাধিক যাত্রী নিয়ে চার ঘণ্টা ধরে কলকাতায় আটকে ছিল বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটি।

যাত্রীদের অভিযোগ, এ সময়ে তাদের দেওয়া হয়নি কোনো খাবার, ছিল না এসি কিংবা পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা।  এতে চিকিৎসা নিয়ে দেশে ফেরত আসা যাত্রীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

/হাসান/সাইফ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়