ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শিল্প প্রতিষ্ঠানে নিজস্ব ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের সুপারিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ৩১ জুলাই ২০২২   আপডেট: ১৬:১১, ৩১ জুলাই ২০২২
শিল্প প্রতিষ্ঠানে নিজস্ব ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের সুপারিশ

শিল্প প্রতিষ্ঠানে নিজস্ব ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের সুপারিশ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার (৩১ জুলাই) জাতীয় সংসদ ভবনে স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন নারায়ণ চন্দ্র চন্দ, বজলুল হক হারুন, মো. মনোয়ার হোসেন চৌধুরী এবং ফরিদা খানম।

সভার শুরুতে সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

বৈঠকে চট্টগ্রামের জলাবদ্ধতা দূরীকরণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করার সুপারিশ করা হয়। এ বিষয়ে কাজের অগ্রগতি সম্পর্কে জানানোর জন্য আগামী বৈঠকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়।

পূর্বাচল নতুন শহর প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল করার জন্য আলাদা একটি কর্তৃপক্ষ গঠন করার বিষয়ে সুপারিশ করা হয় স্থায়ী কমিটির বৈঠকে।

আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়