ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জাতীয় শিল্পনীতির খসড়া অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ১১ আগস্ট ২০২২  
জাতীয় শিল্পনীতির খসড়া অনুমোদন

আধুনিক ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা করতে সক্ষম শিল্পপণ্য উৎপাদনের শক্তিশালী ভিত তৈরির লক্ষ্যে জাতীয় শিল্পনীতি-২০২২ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। 

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, খাতভিত্তিক উৎপাদনশীলতা বাড়িয়ে উৎপাদিত পণ্যের মানের উৎকর্ষসাধনের জন্যই এ শিল্পনীতি প্রণয়ন করা হয়েছে। এ শিল্পনীতি বাস্তবায়নের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে আধুনিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে সক্ষম শিল্পপণ্য উৎপাদনের শক্তিশালী ভিত তৈরি হবে।

এ শিল্পনীতি রপ্তানিমুখী শিল্পের উন্নয়ন, বহুমুখীকরণ, সেবা খাতের উন্নয়ন, আইসিটিভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থান বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব।

আসাদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়