ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চকবাজারে পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ১৫ আগস্ট ২০২২   আপডেট: ১৫:১৩, ১৫ আগস্ট ২০২২
চকবাজারে পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারে পলিথিন কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।  ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ২ ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

সোমবার (১৫ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সেখানে আরও দুটি ইউনিট যোগ দেয়। 

আরও পড়ুন: চকবাজারে পলিথিন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট  

স্থানীয় সূত্রে জানা গেছে, লালবাগ থানার কামালবাগ এলাকার ৩ নম্বর দেবিদ্বার ঘাটসংলগ্ন ওই কারখানায় দুপুর ১২টার দিকে আগুন লাগে। এরপর আগুন পাশের একটি হোটেলও ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর পরই কারখানার ভেতর ও আশপাশের লোকজন দ্রুত সরে যায়। তবে তাৎক্ষণিভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।  

ঢাকা/মাকসুদ/ইভা

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ