ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঠিকাদারদের কাছ থেকে নিরাপত্তা ব্যবস্থা পাচ্ছি না: বিআরটি এমডি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ১৬ আগস্ট ২০২২   আপডেট: ১৩:৩৫, ১৬ আগস্ট ২০২২
ঠিকাদারদের কাছ থেকে নিরাপত্তা ব্যবস্থা পাচ্ছি না: বিআরটি এমডি

গার্ডার ভেঙে প্রাইভেটকারে পড়লে হতাহতের ঘটনা ঘটে

বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সফিকুল ইসলাম বলেছেন, প্রকল্পের ঠিকাদারদের কাছ থেকে কোনোভাবেই নিরাপত্তা ব্যবস্থা পাচ্ছি না।

আরও পড়ুন: ঢাকায় বিআরটি প্রকল্পের সব কাজ বন্ধ: মেয়র আতিক

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর উত্তরায় গার্ডার দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। এ সময় উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফিকুল ইসলাম বলেন, শুধু আমরা না, সিটি করপোরেশন, মিনিস্ট্রি, এডিবি যার যতটুকু ক্ষমতা আছে সবাই কমপ্লায়েন্সের বিষয়ে প্রেসার দিয়ে যাচ্ছে। দুঃখের বিষয় হলেও মেয়র যে বলেছেন, আমাদের কাজে খাম-খেয়ালিপনা হচ্ছে। সেটা আমরা ঠিকাদারদের কাছ থেকে পেয়েছি। কোনভাবেই তাদের কাছ থেকে কমপ্লায়েন্স পাচ্ছি না। 

আরও পড়ুন: উত্তরা ট্র্যাজেডি: তদন্ত প্রতিবেদন জমা

তিনি বলেন, আমাদের তদন্ত কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। তারা রাতভর কাজ করে একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন সচিব বরাবর সাবমিট করেছেন।

এর আগে সোমবার (১৫ আগস্ট) বিকেলে জসীম উদ্দীন মোড়ে আড়ংয়ের সামনে নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার পড়ে একটি প্রাইভেটকারের পাঁচ আরোহী নিহত হন।

আরও পড়ুন: ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেট কারের ৫ যাত্রী নিহত

/হাসিবুল/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়