ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইগুলো ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দিতে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ১৯ আগস্ট ২০২২  
‘বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইগুলো ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দিতে হবে’

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে অনেক তথ্য আছে, এখনো কিন্তু সেগুলো ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দিতে পারিনি আমরা। জাতির পিতাকে নিয়ে ৩ হাজারের মতো বই প্রকাশিত হয়েছে, সেগুলো অনলাইনে ছড়িয়ে দিতে পারলে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে চিনবে, জানবে ও ভালোবাসবে।’

শুক্রবার (১৯ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংগঠনটির সদস্যদের সন্তানদের নিয়ে আয়োজিত বঙ্গবন্ধু ও বাংলাদেশবিষয়ক আবৃত্তির আসর ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ এবং ডিআরইউর সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব ব্ক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআরইউর সাংস্কৃতিক সম্পাদক নাদিরা শারমিন।

মন্ত্রী বলেন, ‘টেলিকম, ডাক, যোগাযোগ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষাসহ এমন কোনো খাত নেই, যে খাতের অগ্রগতির অভিযাত্রা বঙ্গবন্ধু শুরু করেননি। বঙ্গবন্ধুর শাসনামল ১৯৭২ থেকে ১৯৭৫ অত্যন্ত ঘটনাবহুল। তিনি এ সময়ের মধ্যেই জাতিকে এগিয়ে নেওয়ার সোপান রচনা করেন।’

মোস্তাফা জব্বার বলেন, ‘আমরা যেভাবে শৈশব কাটিয়েছি, আজকের শিশুদের জীবন এভাবে কাটবে না।’

শিশুদের বিকাশে তাদেরকে ইন্টারনেট জগতে প্রবেশের সুযোগ দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ‘পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরির নাম ইন্টারনেট। প্যারেন্টাইল গাইডেন্স দিয়ে শিশুদের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিলে ইন্টারনেটের খারাপ দিক থেকে তাদের রক্ষা করা সম্ভব।’

সভাপতির বক্তৃতায় নজরুল ইসলাম মিঠু সাংবাদিকদের সন্তানদের সাংস্কৃতিক বিকাশ ও ডিজিটাল প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণে রিপোর্টার্স ইউনিটির উদ্যোগের কথা জানান। পরে মন্ত্রী শিশুদের মধ্যে সনদ বিতরণ করেন।

আসাদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়