ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পিরোজপুর ফোরামের ১০ দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১১, ৯ সেপ্টেম্বর ২০২২  
পিরোজপুর ফোরামের ১০ দাবি

ঢাকা-টুঙ্গিপাড়া রেল লাইন পিরোজপুর পর্যন্ত বাড়ানোসহ ১০ দফা দাবি জানিয়েছে ঢাকাস্থ পিরোজপুর ফোরাম।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এসব দাবি জানিয়েছেন পিরোজপুর ফোরামের নেতারা। তারা দাবিগুলো বাস্তবায়নের জন্য পিরোজপুরবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

পিরোজপুর ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন—লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, শামীম সাঈদী, মাসুদ সাঈদী, অ্যাডভোকেট এম ওহাব, খলিলুর রহমান, মাওলানা আলফেসানী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘পরিসংখ্যান অনুযায়ী, দেশের সবচেয়ে শিক্ষিত মানুষের পৌরসভা পিরোজপুর। দুর্ভাগ্যের বিষয়—সরকার আসে সরকার যায়, কিন্তু পিরোজপুরবাসীর ভাগ্যের উন্নয়ন হয় না। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে পিরোজপুরের বিভিন্ন কাঁচামাল ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে দ্রুত পাঠানো যাবে। এতে যেমন এ এলাকার কৃষকের উন্নতি হবে, ঠিক তেমনই দেশের উন্নয়নও হবে।’

পিরোজপুর ফোরামের অন্য দাবিগুলো হলো—ভাঙ্গা-গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া-পিরোজপুর সড়ক চার লেন করতে হবে। পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে হবে। পিরোজপুরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে। কঁচা নদীতে পাড়েরহাট-চরখালী ব্রিজ নির্মাণ করতে হবে। বেকুটিয়া ব্রিজ থেকে ভান্ডারিয়া-মঠবাড়িয়া সংযোগ সড়ক নির্মাণ করতে হবে। কালিগঙ্গা নদীতে নেছারাবাদ-পিরোজপুর সংযোগ সেতু নির্মাণ করতে হবে। পিরোজপুরে কৃষি কলেজ স্থাপন করতে হবে এবং অবিলম্বে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করতে হবে।

মামুন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়