ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বেতন বৃদ্ধিসহ ৮ দাবি বিক্রয় প্রতিনিধিদের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ১৬ সেপ্টেম্বর ২০২২  
বেতন বৃদ্ধিসহ ৮ দাবি বিক্রয় প্রতিনিধিদের

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট

বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণসহ ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের প্রধান উপদেষ্টা আরিফুর রহমান বলেন, ‘বাংলাদেশে ২৫ লাখেরও বেশি বিক্রয় প্রতিনিধি আছি। আমাদের চাকরির নিশ্চয়তা নেই। অল্প বেতনে চাকরি করতে হয়। আমরা কীভাবে চলি? আমরা কাজ বন্ধ করলে সারা দেশ অচল হয়ে যাবে। কোনো পণ্য কোথাও পৌঁছানো যাবে না।’

বিক্রয় প্রতিনিধিদের চাকরি স্থায়ীকরণ, সব বিক্রয় প্রতিনিধির জন্য প্রভিডেন্ট ফান্ড চালু করাসহ ৮ দফা দাবি তুলে ধরা হয় মানববন্ধনে।

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের প্রতিষ্ঠাতা সদস্য মো. নাজির ইমরানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন—বাংলাদেশ বিক্রয় পেশাজীবী জাতীয় পরিষদের সমন্বয়ক মো. শেখ আবদুল রাজ্জাক, বাংলাদেশ বিক্রয় পেশাজীবী পরিষদের সভাপতি মো. আশিকুজ্জামান, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি ফোরামের আহ্বায়ক মো. জিয়াউর রহমান প্রমুখ।

মামুন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়