ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা নরেন্দ্র মোদির

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ২৯ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১১:৩২, ২৯ সেপ্টেম্বর ২০২২
শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা নরেন্দ্র মোদির

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ঢাকায় ভারতীয় হাইকমিশন এক টুইটে জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

টুইটে শেখ হাসিনার জন্য মোদির পাঠানো ফুলের তোড়ার পাশাপাশি প্রতিবেশী দুই দেশের প্রধানমন্ত্রীর একটি পুরনো ছবি যুক্ত করেছে হাইকমিশন। ফুলের তোড়ায় যুক্ত করা বার্তায় মোদি বলেন, ‘আপনার জন্মদিনে শুভেচ্ছা ও শুভকামনা।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুননেছা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তিনি। বর্তমানে শুধু জাতীয় নেতাই নন, তিনি আজ একজন বিচক্ষণ বিশ্বনেতা হিসেবে অবতীর্ণ হয়েছেন। গণতান্ত্রিক রাজনীতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্ব জনগণের কাছে আদর্শ ও অনুপ্রেরণার প্রতীক হয়ে আছেন দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা শেখ হাসিনা। ১৯৯৬ সালে তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হন। এরপর ২০০৯ সাল থেকে টানা প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন শেখ হাসিনা।

/হাসান/সাইফ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়