ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশ-কোস্টারিকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ২৭ অক্টোবর ২০২২  
বাংলাদেশ-কোস্টারিকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম কোস্টারিকার অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে দেশটির রাষ্ট্রপতি রদ্রিগো সাভেসের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৬ অক্টোবর) কোস্টারিকার রাজধানী স্যান হোসেতে প্রেসিডেন্ট ভবনে তিনি পরিচয়পত্র পেশ করেন।

পরিচয়পত্র পেশের পর সৌজন্য বৈঠকে রাষ্ট্রদূত রাষ্ট্রদূত আবিদা ইসলাম কোস্টারিকার প্রেসিডেন্টের কাছে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছিয়ে দেন এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এ সময় তারা বাংলাদেশ ও কোস্টারিকার মধ্যে অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম টুইট বার্তায় লেখেন, কোস্টারিকার রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের বিষয়ে আলোচনা করেছি। আশা করি আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

এ সময় কোস্টারিকার রাষ্ট্রপতি দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামের কার্যক্রমের সাফল্য কামনা করেন এবং তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

২০২১ সালের জুলাইয়ে এক প্রজ্ঞাপনে পররাষ্ট্র মন্ত্রণালয় আবিদা ইসলামকে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। ওই বছরের ২৪ আগস্ট তিনি মেক্সিকোর বাংলাদেশ মিশনে কাজে যোগ দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মেক্সিকোতে নিযুক্ত হওয়ার পর সমদূরবর্তী দায়িত্ব হিসেবে আবিদা ইসলাম কোস্টারিকা, ইকুয়েডর, গুয়াতেমালা ও হন্ডুরাসেও বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন। এরই অংশ হিসেবে তিনি কোস্টারিকার প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

এর আগে আবিদা ইসলাম দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা আবিদা ইসলাম লন্ডন, ব্রাসেলস, কলকাতা ও কলম্বোর বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগেও কাজ করেছেন তিনি।
 

/হাসান/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়