ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ১৬ নভেম্বর ২০২২   আপডেট: ১২:৪০, ১৬ নভেম্বর ২০২২
শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন

ছবি: রাইজিংবিডি

ন্যাচারাল উল ওয়্যারস লিমিটেডের ৪০ জন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স।

বুধবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিকরা মানববন্ধন করেন। শ্রমিক নেতারা বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক বরাবর স্মারকলিপি দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে গার্মেন্টস শিল্পের ভূমিকা আমরা সবাই জানি। কিন্তু দেশের গার্মেন্টস শিল্পের পেছনের কারিগর শ্রমিকদের খবর অনেকেরই জানা নেই। শ্রমিকদের রক্ত ঘাম পরিশ্রমে দেশের গার্মেন্টস গড়ে উঠেছে। আর মালিকপক্ষ সেই শ্রমিকদের ওপর অন্যায় এবং অনিয়ম করে।

তারা আরও বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স কাজ করছে এবং কাজ করে যাবে। আমরা আমাদের সক শ্রমিক ভাইদের নায্য দাবি প্রতিষ্ঠিত করবো।

এ সময় তারা ন্যাচারাল উল ওয়্যারস লিমিটেডের ৪০ জন শ্রমিকের ছাঁটাইয়ের নিন্দা জানিয়ে তাদের দ্রুত চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান বক্তারা। 

/সুকান্ত/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়