ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জনসভাস্থ‌লে শেখ হা‌সিনা

এস‌কে রেজা পার‌ভেজ, য‌শোর থে‌কে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ২৪ নভেম্বর ২০২২  
জনসভাস্থ‌লে শেখ হা‌সিনা

ফাইল ছবি

যশোরের শামস্-উল হুদা স্টেডিয়ামের জনসভাস্থ‌লে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লী‌গ সভা‌নেত্রী শেখ হাসিনা।

বৃহস্প‌তিবার (২৪ ন‌ভেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে জনসভাস্থ‌লে আসেন তি‌নি। এসময় মিছি‌লে-স্লোগা‌নে মুখ‌রিত হ‌য়ে ওঠে পু‌রো এলাকা। ম‌ঞ্চে ওঠেই উপ‌স্থিত নেতাকর্মী-সমর্থক‌দের উদ্দেশে হাত নে‌ড়ে শু‌ভেচ্ছা জানান বঙ্গবন্ধুকন‌্যা।

সকাল থে‌কেই খণ্ড খণ্ড মি‌ছিল নি‌য়ে জনসভাস্থ‌লে আস‌তে শুরু ক‌রেন নেতাকর্মী। জনসভায় দুপু‌রের আগেই জনসমু‌দ্রে রূপ নেয়। বৃহত্তর য‌শোরসহ আশপা‌শের জেলাগু‌লো‌তে মানু‌ষের স্রোত এসে গন্তব‌্য পায় শামস্-উল হুদা স্টেডিয়ামে।

এর আগে, প‌বিত্র কোরআন তে‌লায়া‌তের মাধ‌্যমে অনুষ্ঠা‌ন শুরু হ‌য়। সভায় সূচনা বক্তব‌্য দেন য‌শোর জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি শহীদুল ইসলাম মিলন।

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার য‌শোর আসাকে কেন্দ্র ক‌রে পু‌রো সমা‌বেশস্থল উৎস‌বে রূপ নেয়। রং-বের‌ঙের পোশাক, ক‌্যাপ, গে‌ঞ্জি প‌রে ব‌্যান্ডপা‌র্টির তা‌লে তা‌লে মি‌ছিল নি‌য়ে উপ‌স্থিত হ‌য়ে‌ছেন স্টে‌ডিয়া‌মে। 

ম‌ঞ্চে আছেন কেন্দ্রীয় আওয়ামী লী‌গের শীর্ষ নেতারা। আরও আছেন দ‌লের সভাপ‌তিমণ্ডলীর সদস‌্য পীযুষ ভট্টাচার্য, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর ক‌বির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হা‌নিফ, আ ফ ম বাহাউদ্দিন না‌ছিম, সাংগঠ‌নিক সম্পাদক বিএম মোজা‌ম্মেল হক, এস এম কামাল, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ আওয়ামী লীগ ও সহ‌যোগী সংগঠ‌নের নেতারা।

পঞ্চাশ বছর আগে ১৯৭২ সালের ২৬ ডিসেম্বর যেখানে জনসমুদ্রে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঠিক সেখানেই দাঁড়িয়ে একদিন পর তার কন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভাষণ দিতে যাচ্ছেন। ইতিহাসের সেই পুনরাবৃত্তি দেখ‌লো য‌শোরবাসী।  

ঠিক পাঁচ বছর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর যশোর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা। পাঁচ বছর পর এবার য‌শোরে বক্তব‌্য রাখ‌তে যা‌চ্ছেন তি‌নি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটিই দলীয় ব্যানারে শেখ হাসিনার প্রথম জনসভা।

ঢাকা/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়