ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শহীদ মিলনের স্মৃ‌তি‌সৌ‌ধে বিএসএমএমইউ প‌রিবা‌রের শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ২৭ নভেম্বর ২০২২  
শহীদ মিলনের স্মৃ‌তি‌সৌ‌ধে বিএসএমএমইউ প‌রিবা‌রের শ্রদ্ধা

শহীদ ডা. মিলনের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে বিএসএমএমইউ

১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরশাসনবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) পরিবার।

রোববার (২৭ ন‌ভেম্বর) সকাল ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ ও সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএস‌সি‌তে স্থাপিত শহীদ ডা. মিলনের স্মৃতিসৌধে বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘শহীদ ডা. মিলন নিজের বুকের তাজা রক্ত দিয়ে এ দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। ডা. মিলনের শহীদ হওয়ার ৩২ বছর পার হয়ে গেলো। ডা. মিল‌নের মৃত্যুর পর আমরা স্বৈরাচারবিরোধী আন্দোলনে এমনভাবে অংশগ্রহণ করি যেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা যায়। তখন গণবিরোধী স্বাস্থ্যনীতির প্রতিবাদে ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. কবির স্যারের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবে গিয়ে আমরা অনেকেই পদত্যাগ করি।’

তিনি বলেন, ‘ডা. মিলনের স্বপ্ন—গণতন্ত্র বাংলাদেশে বজায় থাকুক। আজকের দিনের শপথ হোক, কোনোভাবেই যেন এ দেশে গণতন্ত্র ভূলুণ্ঠিত না হয়। গণতান্ত্রিক ধারা যেন ব্যাহত না হয়। যেকোনো মূল্যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। যারা চক্রান্তকারী, যারা উন্নয়ন চায় না, যারা গণতন্ত্র ভূলুণ্ঠিত করতে চায়, তাদের রুখতে প্রগতিশীল চিন্তার সকল মানুষকে ঐক্যবদ্ধ থেকে লড়াই করে যেতে হবে। ডা. মিলনের রুহের আত্মার মাগফেরাত কামনা করি।’

শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন—বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহ প্রমুখ।

মেয়া/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়