ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আলোচিত যত খবর

রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৮, ৮ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৫:০১, ৮ ফেব্রুয়ারি ২০২৩
আলোচিত যত খবর

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি)। গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দেশে ও বিদেশে ঘটেছে নানা ঘটনা। তেমনি আলোচিত কয়েকটি খবর নিয়ে রাইজিংবিডির এই আয়োজন ।

১. রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত হয়নি, প্রধানমন্ত্রীর হাতে দায়িত্ব
রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করতে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব দিয়েছেন সংসদীয় দলের সদস্যরা। আওয়ামী লীগের সংসদীয় দলের সভা থেকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত পড়ুন

২. তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৮ হাজার ছাড়ালো
দক্ষিণ তুরস্ক ও উত্তর সিরিয়ায় ভূমিকম্পে আট হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আড়াই কোটিরও বেশি মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে দুটি দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন। তবে বৈরী আবহাওয়ার কারণে ব‌্যাহত হচ্ছে উদ্ধার কাজ। দুই দেশে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকছে। বিস্তারিত পড়ুন

৩. উপহারের গাড়ি অ্যাম্বুলেন্স বানাবেন হিরো আলম
উপহার পাওয়া গাড়িটি অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করে বিনামূল্যে দরিদ্র রোগী ও লাশ বহনের কাজে ব্যবহারের ঘোষণা দিয়েছেন 
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের শিক্ষক এম মুখলেছুর রহমানের গাড়ি উপহার হিসেবে গ্রহণের সময় এই ঘোষণা দেন তিনি। বিস্তারিত পড়ুন

৪. ৪২ ফুট গভীর কূপে পড়ে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার

থাইল্যান্ডের দক্ষিণে ৪২ ফুট গভীর একটি কূপে পড়ে গিয়েছিল ১৯ মাসের কন্যা শিশুটি। অলৌকিকভাবে তাকে জীবিত উদ্ধার করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে। মায়ানমার সীমান্তের কাছে টাক প্রদেশে সোমবার বিকেলে খেলার সময় শিশুটি কূপে পড়ে যায়। ওই সময় শিশুটির বাবা-মা কাছের একটি মাঠে কাজ করছিলেন। বিস্তারিত পড়ুন

৫. তুরস্কের ১০ প্রদেশে জরুরি অবস্থা
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। মঙ্গলবার তিনি এ ঘোষণা দিয়েছেন। বিস্তারিত পড়ুন

৬. হাথুরুসিংহের সহকারী হচ্ছেন খালেদ মাহমুদ!
চন্ডিকা হাথুরুসিংহকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পাশাপাশি সহকারী কোচ হিসেবেও কাউকে নিয়োগ দেওয়ার কথা চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কোচ হিসেবে হাথুরুসিংহের নাম ঘোষণার দিনই জানিয়েছেন, ব্যস্ত সূচির কারণে একজন কোচের পক্ষে জাতীয় দলের সব বিভাগে কাজ করা কঠিন। এজন্য একজন সহকারী কোচ নিয়োগ দেবো।’ বিস্তারিত পড়ুন

৭. দ্বন্দ্ব ভুলে একই ছাদের নিচে সারিকা-বদরুদ্দিন
গত বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসেন মডেল-অভিনেত্রী সারিকা সাবরিন। বিয়ের কিছুদিন পরই স্বামী জি এস বদরুদ্দিন রাহির বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগ আনেন এই অভিনেত্রী। যা আদালত পর্যন্ত গড়িয়েছে। সেসময় সারিকা জানিয়েছিলেন, বেশ কিছুদিন ধরে আলাদা থাকছেন তিনি। বিস্তারিত পড়ুন

/সাইফ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়