একদিনে খাদ্য সচিব ইলাহীর নিয়োগ বাতিল, এক সচিব ও চার অতিরিক্ত সচিব ওএসডি
একদিনের মাথায় নতুন খাদ্য সচিবের নিয়োগ বাতিল করেছে সরকার। অপরদিকে, এক সচিব ও চার অতিরিক্ত সচিবকে ওসএসডি করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) পৃথক প্রজ্ঞাপনে নিয়োগ বাতিল ও ওএসডি করা হয়।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে খাদ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইলাহী দাদ খানকে দুই বছরের চুক্তিতে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয় সরকার।
একদিন না যেতেই মঙ্গলবার রাতে তার এ নিয়োগ বাতিল করা হয় বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তবে, ঠিক কী কারণে তার নিয়োগ বাতিল করা হয়েছে, তা জানানো হয়নি।
এর আগে, ইলাহী দাদ খান জেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য অধিদপ্তরের পরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, আজ পৃথক প্রজ্ঞাপনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এ ছাড়া, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম টিপু সুলতান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক (অতিরিক্ত সচিব) মো. মাছুমুর রহমান এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. সেলিম ফকিরকে ওএসডি করা হয়েছে।
অন্য আদেশে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. আব্দুর রহিম খানকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
নঈমুদ্দীন/এনএইচ