ঢাকা     শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে তীব্র যানজট

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ৫ নভেম্বর ২০২৪  
রাজধানীতে তীব্র যানজট

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামি মহাসম্মেলন। তাবলিগ কওমি মাদ্রাসা ও দ্বীন রক্ষার্থে এ সম্মেলনের আয়োজন করেছে ওলামা মাশায়েখ বাংলাদেশ। সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যায় আলেম–ওলামা জড়ো হয়েছেন।

আরো পড়ুন:

সম্মেলনস্থলের আশপাশের বিভিন্ন সড়কে গাড়ি রাখায় রাজধানী কার্যত অচল। মঙ্গলবার সকালে যানজটের কারণে ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজের অসংখ্য শিক্ষার্থী ও অফিসগামী মানুষ।

কারওয়ান বাজার, শাহবাগ, মগবাজার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখা যায়, সিগন্যালে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকছে গাড়ি। শাহবাগে গাড়ি চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। অনেকে নেমে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

ট্রাফিক বিভাগ জানিয়েছে, মহাসম্মেলনকে কেন্দ্র করে আজ মঙ্গলবার ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে জড়ো হয়েছেন আলেম-ওলামা ও জনতা। সম্মেলনে অংশ নিতে তারা ঢাকার বাইরে থেকে বাস নিয়ে রাজধানীতে প্রবেশ করেছেন। সেই বাসগুলো রাখা হয়েছে রাস্তায়। এতে রাজধানীজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

বিশেষ করে সংসদ ভবন থেকে ফার্মগেট, কারওয়ান বাজার ও বাংলামোটর গামী যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েছেন।

/হাসান/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়