রাজধানীতে ট্যানারি গুদামে আগুন নিয়ন্ত্রণে
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

ছবি: সংগৃহীত
রাজধানীর হাজারীবাগে ট্যানারি কাঁচাবাজারে একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা খানম আগুন নিয়ন্ত্রণের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, “বিকেল ৪টা ৪৫মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।”
এর আগে শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে ওই গুদামে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “ভবনে আটকে পড়া ব্যক্তিরা নিরাপদে বেরিয়ে এসেছেন।”
গুদামের আগুনের ঘটনায় আটকে পড়াদের উদ্ধারে সহায়তায় কাজ করে বিজিবি।
ঢাকা/মাকসুদ/সাইফ