‘এখন থেকে কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরাও হতে পারবেন কাজী’
আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফাইল ফটো।
এখন থেকে কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
রবিবার (৭ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
আগে এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিল জানিয়ে আইন উপদেষ্টা বলেন, “আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে। ”
তিনি জানান, আজ থেকে কওমী মাদ্রাসার স্বীকৃত বোর্ড হতে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা