ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাই কন্যা সম্মেলন বুধবার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৬, ৯ ডিসেম্বর ২০২৫  
জুলাই কন্যা সম্মেলন বুধবার

আগামী বুধবার (১০ ডিসেম্বর) জুলাই কন্যা সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সরকার । ‘১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ–২০২৫’ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে  ওইদিন সকাল ১০টা ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সোমবার (৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, সম্মেলনে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের।

ঢাকা/এএএম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়