ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

সুমনের প্রথম পাঁচ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৮, ১২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুমনের প্রথম পাঁচ

নিজের আগের দুই প্রথম শ্রেণির ম্যাচে পেয়েছিলেন ৩ উইকেট। সুমন খান এবার এক ইনিংসেই নিলেন ৫ উইকেট।

ওয়ালটন ২১তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে ফতুল্লায় দ্বিতীয় দিন নতুন বলে রাজশাহীকে কাঁপিয়ে দিয়ে তিন উইকেট নিয়েছিলেন সুমন।

মিজানুর রহমানকে আব্দুল মজিদের ক্যাচ বানানোর পর জুনায়েদ সিদ্দিক ও অভিষেক মিত্রকে বোল্ড করেন মানিকগঞ্জের ১৯ বছর বয়সি পেসার। তখন তার বোলিং ফিগার ছিল ৬-৫-১-৩!

ঢাকা বিভাগের পেসার আজ তৃতীয় দিন নিজের প্রথম ওভারেই ফরহাদ রেজাকে ফেরান উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে। পরে তাইজুল ইসলামকে ফিরিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেট।

সুমন ও সালাউদ্দিন সাকিলের দারুণ বোলিংয়ে রাজশাহীকে ১৯৭ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে ৪৩ রানের লিড পেয়েছে ঢাকা বিভাগ।

সুমন ২৭ ওভারে ৯ মেডেনে ৫০ রানে নিয়েছেন ৫ উইকেট। সাকিল ১৫.৫ ওভারে ৪৭ রানে নিয়েছেন ৩ উইকেট।

গত বছর বগুড়ায় জাতীয় লিগ দিয়েই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল সুমনের। ঢাকা বিভাগের হয়ে ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম ইনিংসে ৩২ রানে নিয়েছিলেন ৩ উইকেট।

এ বছরের জুলাইয়ে খেলেন দ্বিতীয় ম্যাচ, বাংলাদেশ ‘এ’ দলের হয়ে। খুলনায় আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে সে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১৯ ওভারে ৫৫ রান দিয়ে অবশ্য কোনো উইকেট পাননি।

তৃতীয় ম্যাচ খেলতে নেমেই এবার পেলেন প্রথম পাঁচ উইকেট।

 

ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়