ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নাজমুলের পাঁচ উইকেট, নাসির-মজিদ-রকিবুলের ফিফটি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ১০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাজমুলের পাঁচ উইকেট, নাসির-মজিদ-রকিবুলের ফিফটি

ছবি: ফেসবুক

নাজমুল ইসলাম অপুর পাঁচ উইকেটের পর আব্দুল মজিদ ও রকিবুল হাসানের ফিফটিতে রংপুরের বিপক্ষে লিড নেওয়ার পথে ঢাকা বিভাগ।

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ঢাকার সংগ্রহ ৫ উইকেটে ১৯৫ রান। ৫ উইকেট হাতে নিয়ে ৩৯ রানে পিছিয়ে আছে তারা। নাদিফ চৌধুরী ২৬ ও আরাফাত সানী ২ রানে অপরাজিত আছেন। এর আগে রংপুর তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ২৩৪ রানে।

প্রথম স্তরের এই ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আগের দিনের ৫ উইকেটে ১১০ রান নিয়ে রোববার দ্বিতীয় দিন শুরু করেছিল রংপুর। নাসির হোসেন ৫ ও তানভীর হায়দার ৬ রানে ব্যাটিংয়ে নামেন। এই দুজনের ব্যাটে রংপুর পৌঁছে গিয়েছিল দুইশর কাছে।

এরপরই ছন্দপতন। ৪৭ রান করা তানভীরকে ফিরিয়ে ৮৯ রানের জুটি ভাঙেন নাজমুল। ৫ উইকেটে ১৯৩ থেকে ২৩৪ রানেই গুটিয়ে যায় রংপুর! নাসির ফিফটি তুলে নিয়ে ১৫৮ বলে ১০ চার ও এক ছক্কায় করেন ৭০ রান।

বাঁহাতি স্পিনার নাজমুল ৬৫ রানে নেন ৫ উইকেট। সালাউদ্দিন শাকিল ৫৬ রানে ৩টি ও শাহাদাত হোসেন ৫০ রানে নেন ২ উইকেট।

জবাবে ঢাকা শুরুতেই হারায় জয়রাজ শেখের উইকেট। দ্বিতীয় উইকেটে ঠিক ১০০ রানের জুটি গড়েন মজিদ ও রকিবুল। দুজনই তুলে নেন ফিফটি। কিন্তু ফিফটির পর কেউই ইনিংস বড় করতে পারেননি।

মজিদ ৮০ বলে ৫২, রকিবুল ১১১ বলে করেন ৬৭ রান। তাইবুর রহমান (৩৪) ও শুভাগত হোম (১) ইনিংস বড় করতে পারেননি। রংপুরের হয়ে এদিন মুকিদুল ইসলাম নিয়েছেন ৩ উইকেট।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়