ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ওয়ালটন এনসিএল পয়েন্ট টেবিলে কার কী অবস্থান

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন এনসিএল পয়েন্ট টেবিলে কার কী অবস্থান

ওয়ালটন ২১তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ড শেষ হয়েছে মঙ্গলবার। দুই স্তরে এই রাউন্ডের চারটি ম্যাচই ড্র হয়েছে।

পঞ্চম রাউন্ড শেষে দুই জয় ও তিন ড্রয়ে ২৯.৯৬ পয়ন্ট নিয়ে প্রথম স্তরের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে খুলনা বিভাগ। এক জয় ও চার ড্রয়ে ২৪.১ পয়েন্ট নিয়ে ঢাকা বিভাগের অবস্থান দুইয়ে।

একটি জয় এবং দুটি করে ড্র ও হারে ১৭.১১ পয়েন্ট নিয়ে তিনে আছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগ। দুই হার ও তিন ড্রয়ে তলানীতে থাকা রংপুর বিভাগের পয়েন্ট ১১.৭২।

দুটি করে জয় ও হার এবং একটি ড্রয়ে ২৬.৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরের শীর্ষে আছে সিলেট বিভাগ। একটি করে জয় ও হার এবং তিনটি ড্রয়ে দুইয়ে থাকা ঢাকা মেট্রোর পয়েন্ট ২১.৯১।

চট্টগ্রাম এবং বরিশাল বিভাগেরও একটি করে জয় ও হারের সঙ্গে আছে তিনটি ড্র। ১৯.৪২ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম তিনে, ১৭.৬২ পয়েন্ট নিয়ে বরিশাল সবার নিচে আছে।

ছয় রাউন্ডের লিগ শেষে প্রথম স্তরের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দল হবে এবারের চ্যাম্পিয়ন। প্রথম স্তরে চার নম্বরে থাকা দল পরের আসরে দ্বিতীয় স্তরে নেমে যাবে। আর দ্বিতীয় স্তরের শীর্ষে থাকা দল প্রথম স্তরে উঠে আসবে।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়