ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রুয়েলের ১০ উইকেট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৩, ১৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রুয়েলের ১০ উইকেট

রুয়েল মিয়াঁ। ছবি: সাজ্জাদ শাকিল

প্রথম ইনিংসে রেকর্ড গড়া বোলিংয়ে নিয়েছিলেন ৮ উইকেট। রুয়েল মিয়াঁ এবার পূর্ণ করলেন ম্যাচে ১০ উইকেট।

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে বগুড়ায় প্রথম দিন সিলেটের হয়ে চট্টগ্রামের বিপক্ষে ২৬ রানে ৮ উইকেট নেন রুয়েল। যেটি বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো পেসারের সেরা বোলিংয়ের রেকর্ড।

নিজের মাত্র তৃতীয় প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নামা রুয়েল প্রথম ইনিংসের ৮টির সঙ্গে আজ দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে ২ উইকেট যোগ করে ফেলেছেন।

আগের দিন ১০৬ রানে অলআউট হওয়া চট্টগ্রাম আজ দ্বিতীয় দিন সিলেটকে থামায় ২৩০ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে নেমে আবারও প্রথম ওভারে উইকেট হারায় চট্টগ্রাম। পিনাক ঘোষকে ফিরিয়ে দেন ইমরান আলী। পরের ওভারে আলভি হককে ফেরান রুয়েল।

এরপর সাদিকুর রহমান ও তাসামুল হক প্রতিরোধের চেষ্টা করছিলেন। ষোড়শ ওভারে তাসামুলকে ফিরিয়ে জুটি ভাঙার পাশাপাশি ম্যাচে ১০ উইকেট পূর্ণ করেন রুয়েল।

চট্টগ্রামের এখনো ৭ উইকেট বাকি। ১৮ বছর বয়সি পেসার রুয়েল শেষ পর্যন্ত ম্যাচে কয় উইকেট নিতে পারেন, সেটাই দেখার।

 

ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়