ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

জবাব দিচ্ছে ঢাকা মেট্রো

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ১৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জবাব দিচ্ছে ঢাকা মেট্রো

ছবি : সাহেল মিয়া

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে দ্বিতীয় স্তরের ম্যাচে মুখোমুখি হয়েছে বরিশাল বিভাগ ও ঢাকা মেট্রোপলিস।

বরিশাল প্রথমে ব্যাট করতে নেমে ফজলে মাহমুদের অনবদ্য ১৪১, সালমান হোসেনের ৭২ ও মঈন খানের ৭৫ রানের ইনিংসে ভর করে ৪১৪ রানের বড় সংগ্রহ দাঁড় করে। জবাবে ঢাকা মেট্রো তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালোই জবাব দিচ্ছে। ২ উইকেট হারিয়ে ২২৫ রান তুলে তারা দ্বিতীয় দিন শেষ করেছে। বরিশালের চেয়ে এখনো তারা ১৮৯ রানে পিছিয়ে রয়েছে। ক্রিজে আছেন শামসুর রহমান (৯০) ও মার্শাল আইয়্যুব (৮৫)। তারা দুজন আগামীকাল সোমবার সকালে আবার ব্যাট করতে নামবেন।

সকালে ঢাকা মেট্রো ব্যাট করতে নেমে ২২ রানেই প্রথম উইকেট হারায়। আউট হয়ে ফিরে যান আজমির আহমেদ (১৬)। ৬৮ রানের মাথায় রাকিন আহমেদকে আউট করে ঢাকা মেট্রোকে চেপে ধরে বরিশাল। কিন্তু শামসুর রহমান ও মার্শাল আইয়্যুব এরপর শাসন করেন স্বাগতিক বোলারদের। তৃতীয় উইকেটে তারা দুজন ১৫৭ রান তোলে। শামসুর ২০১ বল খেলে ১৩ চারে ৯০ রান তুলে অপরাজিত থাকেন। তার সঙ্গে ১৩৩ বল খেলে ৮ চারে ৮৫ রানে অপরাজিত থাকেন মার্শাল আইয়্যুব।

বরিশাল বিভাগকে অলআউট করতে বল হাতে অবদান রাখেন ঢাকা মেট্রোর তাসকিন আহমেদ ও আসিফ হাসান। তাসকিন ৪টি উইকেট নেন। আসিফ নেন ৩টি। ২টি উইকেট নেন আরাফাত সানী।


ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়