ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শামসুরের অষ্টাদশ, মার্শালের ঊনবিংশ সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৯, ১৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শামসুরের অষ্টাদশ, মার্শালের ঊনবিংশ সেঞ্চুরি

ছবি : সাহেল মিয়া

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে বরিশাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বরিশাল ও ঢাকা মেট্রোপলিস। বরিশালের করা ৪১৪ রানের জবাবে ঢাকা মেট্রো ব্যাট করতে নেমে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান শামসুর রহমান ও মার্শাল আইয়্যুবের ব্যাটে ভালো জবাব দিচ্ছে।

ইতিমধ্যে তারা দুজনই সেঞ্চুরি তুলে নিয়েছেন। গতকাল ৯০ রান নিয়ে অপরাজিত থাকা শামসুর রহমান সকালেই তুলে নেন সেঞ্চুরি। যা তার প্রথম শ্রেণির ক্যারিয়ারের অষ্টাদশ সেঞ্চুরি। অবশ্য ইনিংসটিকে বড় করতে পারেননি তিনি। সোহাগ গাজী বলে বোল্ড হয়ে যান ১০৩ রানের মাথায়। ২৮৯ মিনিট ক্রিজে থেকে, ২১৯ বল মোকাবেলা করে ৫ চারে এই রান করে যান তিনি।

 

 

শামসুর আউট হয়ে যাওয়ার পর সেঞ্চুরি তুলে নেন মার্শাল আইয়্যুবও। আগের দিন তিনি ৮৫ রান নিয়ে অপরাজিত ছিলেন। আজ সকালেই তুলে নেন সেঞ্চুরি। যা তার প্রথম শ্রেণির ক্যারিয়ারের ঊনবিংশ সেঞ্চুরি। অবশ্য তিনিও ইনিংসটাকে বেশি লম্বা করতে পারেননি। ১০৯ রানেই থামে তার ইনিংসটি। ২৩০ মিনিট ক্রিজে থেকে, ১৭০ বল মোকাবেলা করে ১১টি চারের সাহায্যে এই রান করেন তিনি।


ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়