ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জাতীয় লিগে ক্রিকেটারদের পারিশ্রমিক কত?

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ৮ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় লিগে ক্রিকেটারদের পারিশ্রমিক কত?

ঘরোয়া বড় দৈর্ঘ্যের ক্রিকেটে দেশের প্রধানতম টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)।

বৃহস্পতিবার শুরু হচ্ছে ওয়ালটন ২১তম জাতীয় ক্রিকেট লিগ। লিগ শুরুর আগে আলোচনায় আসছে ক্রিকেটারদের পারিশ্রমিক। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে অর্থের ঝনঝনানি থাকলেও প্রথম শ্রেণির ক্রিকেটের এই টুর্নামেন্টে ঠিক উল্টো। 

এবারের জাতীয় ক্রিকেট লিগে বাড়েনি খেলোয়াড়দের পারিশ্রমিক। বাড়েনি খেলোয়াড়দের ডেইলি অ্যালাওয়েন্স (ডিএ)। পাশাপাশি অন্যান্য ফিও বাড়েনি।  দ্বিস্তর ডাবল লিগ পদ্ধতিতে হতে যাওয়া এই টুর্নামেন্টে ৬টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে ৮টি দল।

২১তম জাতীয় ক্রিকেট লিগে কেমন পারিশ্রমিক পাবেন খেলোয়াড়রা, এক নজরে তা দেখে নেওয়া যাক,

 

১ম স্তর

২য় স্তর

টিম পার্টিসিপেসন মানি

৬,০০,০০০.০০

৬,০০,০০০.০০

ডেইলি অ্যালাওয়েন্স

১,৫০০.০০

১,৫০০.০০

ম্যাচ ফি (প্রতি ম্যাচ)

৩৫,০০০.০০

২৫,০০০.০০

ট্রাভেল অ্যালাওয়েন্স

২,৫০০.০০

২,৫০০.০০

চ্যাম্পিয়ন প্রাইজ মানি

২০,০০,০০০.০০

৫,০০,০০০.০০

রানার্সআপ

১০,০০,০০০.০০

নো প্রাইজ মানি

ম্যান অব দ্য ম্যাচ

২৫,০০০.০০

২০,০০০.০০

প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট

১,০০,০০০.০০

৫০,০০০.০০

সর্বোচ্চ রান সংগ্রাহক

৭৫,০০০.০০

৫০,০০০.০০

সর্বোচ্চ উইকেট সংগ্রাহক

৭৫,০০০.০০

৫০,০০০.০০

উইনিং বোনাস

৮০,০০০.০০

৭৫,০০০.০০




ঢাকা/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়