ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শিরোপায় চোখ রেখে নামছে খুলনা

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিরোপায় চোখ রেখে নামছে খুলনা

ওয়ালটন ২১তম জাতীয় ক্রিকেট লিগের পর্দা উঠছে বৃহস্পতিবার। তিনবারের চ্যাম্পিয়ন খুলনা বিভাগ গত মৌসুমে একেবারেই ভালো করতে পারেনি। কোনোমতে রেলিগেশন এড়িয়েছে। তবে এই মৌসুমে শিরোপা পুনরুদ্ধার করতে চায় তারা।

লিগ শুরুর আগে খুলনা বিভাগীয় দলের ভাবনা নিয়ে এমন কথাই বললেন অধিনায়ক আব্দুর রাজ্জাক ও কোচ ইমদাদুল বাশার রিপন। বুধবার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সামনে আলাপকালে তারা এ লক্ষ্যের কথা জানান। অধিনায়ক রাজ্জাক জানিয়েছেন নিজের ব্যক্তিগত লক্ষ্যের কথাও।

নতুন মৌসুমে লক্ষ্যের কথা বলতে গিয়ে গত মৌসুমের স্মৃতিও মনে করলেন রাজ্জাক, ‘গত বছর যে বাজে পারফরম্যান্স গেছে সেটা এর আগে কখনো হয়নি। গত বছর আমাদের প্রথম স্তরে থাকা নিয়েই স্ট্রাগল করতে হয়েছে। এবার আমাদের লক্ষ্য অবশ্যই ভালো শুরু করা এবং ভালোভাবে শেষ করা। ভালো বলতে অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া। চেষ্টা করব যেন চ্যাম্পিয়ন হতে পারি। আগে থেকেই কিছুই বলা যায় না। এই চেষ্টা সব দলেরই থাকে। আমাদেরও সেই চেষ্টাই থাকবে। বাকিটা পারফরম্যান্সের ওপর নির্ভর করে।’

দলের পরিকল্পনা যখন অনেকটাই করা হয়ে গেছে, তখনই জানা গেছে প্রথম ম্যাচে দলের সঙ্গে থাকছেন না মেহেদী হাসান মিরাজ আর মুস্তাফিজুর রহমান। দলে নেই গুরুত্বপূর্ণ আরো তিন ক্রিকেটার এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান ও মোহাম্মদ মিথুন। একসঙ্গে এত ক্রিকেটার না থাকায় একটু চাপে আছে খুলনা।

তবে নতুন যারা এসেছে তাদের নিয়ে আশাবাদী অধিনায়ক, ‘খুলনা দল আসলে সব সময়ই এমনই চলে। তবে একসাথে তিনটা-চারটা গ্যাপ হয়ে গেলে একটু কঠিন হয়। তবে আশা করছি, যারা নতুন এসেছে তারা ভালো করবে। আমি আশা করি, নতুন যারা আছে তারা ওদের অভাবটা বুঝতে দিবে না।’

হঠাৎ করেই মুস্তাফিজ ও মিরাজকে না পাওয়ায় টিম মিটিংয়ে নতুন করে পরিকল্পনা করতে হয়েছে অধিনায়ক আর কোচকে। রাজ্জাক বললেন, ‘আমরা গতকাল জানতে পেরেছি ওদেরকে পাচ্ছি না। আমরা টিমও সাজিয়ে ফেলেছিলাম ওদেরকে নিয়ে। কিন্তু যেহেতু আসতে পারছে না, সেখানে সেটা নিয়ে পরে থাকলে তো হবে না। আর ওরা খেলবে না এটা তো ওদের সিদ্ধান্ত না। বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড যেহেতু মনে করেছে জাতীয় ইস্যুতে তাদেরকে এই ম্যাচ না খেলানোর জন্য সেহেতু সেটাই ঠিক। তবে হ্যাঁ, আমাদের পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনতে হয়েছে। গতকাল পর্যন্ত আমাদের হিসেবের মধ্যেই ওরা ছিল। নতুন করে দুজন খেলোয়াড়কে যুক্ত করা হয়েছে।’

‘ফলে আমাদের পরিকল্পনা পরিবর্তন করা লাগছে। কারণ ওরা থাকলে আমরা একভাবে এগোতে পারব। একটা জাতীয় দলের খেলোয়াড় আর একটা অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় তো এক হতে পারে না। এটাই সত্য। তবে এর মানে এই নয় যে, তরুণ খেলোয়াড় খারাপ খেলবে সেটা আমি ধরে নিয়ে বসে থাকব। তারা থাকলে ভালো হতো। তবে যেহেতু নাই, তাই যা আছে তাই নিয়ে আমাদের পরিকল্পনা সাজাতে হবে। আর সব ঠিক থাকলে তাদের কাছ থেকে সেরাটা পাওয়া যাবে।’

দল নিয়ে অধিনায়ক রাজ্জাকের মতো কোচ ইমদাদুল বাশার রিপনেরও লক্ষ্য শিরোপা, ‘গত বছর আমরা কেন খারাপ করেছি। সেটা নিয়েই আমাদের টিম মিটিংয়ে অনেক কথা হয়েছে। গত বছরের পারফরম্যান্স মাথায় রেখেই নতুন করে আমরা পরিকল্পনা করেছি। আশা করছি, আমরা যে পরিকল্পনা করেছি, সেটা যদি মাঠে ঠিক থাকে, আগের মতোই আমরা ভালো ফল করব।’

বৃহস্পতিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে স্বাগতিকরা।


খুলনা/আব্দুল্লাহ এম রুবেল/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়