ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সেঞ্চুরির অপেক্ষায় তাইবুর-শুভাগত

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ৩ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেঞ্চুরির অপেক্ষায় তাইবুর-শুভাগত

ছবি: সাহেল মিয়া

তাইবুর রহমান ও শুভাগত হোমের ফিফটিতে রাজশাহীর বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়েছে ঢাকা বিভাগ। দুই ব্যাটসম্যানই সেঞ্চুরির সুবাস পাচ্ছেন।

প্রথম স্তরের এই ম্যাচে রোববার দ্বিতীয় দিন শেষে ঢাকার সংগ্রহ ৪ উইকেটে ২৮৪ রান। তাইবুর ৯৩ ও শুভাগত ৯২ রানে অপরাজিত আছেন। ঢাকার লিড ৫৪ রানের। এর আগে রাজশাহী করেছিল ২৩০ রান।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে প্রথম দিন রাজশাহীকে গুটিয়ে দিয়ে এক ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েছিল ঢাকা। আব্দুল মজিদ ও সাইফ হাসান দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামেন।

দুই ওপেনারই উইকেটে থিতু হয়ে ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। মজিদ ৫৭ বলে ১৬, সমান বলে সাইফ করেন ২৮ রান। পরের দুই ব্যাটসম্যান জয়রাজ শেখ ও রকিবুল হাসানেরও একই অবস্থা। জয়রাজ ২১ ও রকিবুল করেন ২৯ রান।

তখন ঢাকার সংগ্রহ ৪ উইকেটে ১০৪ রান। এরপরই প্রতিরোধ গড়েন তাইবুর ও শুভাগত। দ্বিতীয় সেশনের মাঝামাঝিতে জুটি বেঁধেছিলেন তারা। বাকি দিনে এ জুটি ভাঙতে পারেননি রাজশাহীর বোলাররা। ১৮০ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন দুই ব্যাটসম্যান।

রাজশাহীর স্পিনার সানজামুল ইসলাম এদিন ১০৬ রানে নিয়েছেন ৩ উইকেট। অন্য উইকেটটি পেয়েছেন আরেক স্পিনার সাকলাইন সজীব।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়