ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দিনশেষে রংপুর ১১০/৫

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিনশেষে রংপুর ১১০/৫

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রংপুর ও ঢাকা বিভাগ। প্রথম স্তরের এই ম্যাচেও হানা দিয়েছে বুলবুল। সকালে বৃষ্টি না থাকলেও আলোক স্বল্পতায় নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। সকাল ১১টা ৩০ মিনিটে ম্যাচ শুরু হয়। ঢাকা বিভাগ টস জিতে রংপুর বিভাগকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪১ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১১০ রান তোলার পর আলোক স্বল্পতায় ম্যাচ আর এগোয়নি।

রংপুর টস হেরে ব্যাট করতে নেমে শূন্য রানেই ২টি উইকেট হারায়। ৬ বলের ব্যবধানে রিশাদ হোসেন ও মেহেদী মারুফ ডাক মেরে ফিরে যান। তৃতীয় উইকেটে সোহরাওয়ার্দী শুভ ও নাঈম ইসলাম ৮০ রানের জুটি গড়েন। এই রানে শুভ ফিরে যান। ১১ চারে ৫৭টি রান আসে তার ব্যাট থেকে। ৮৩ রানে আউট হন নাঈমও। তিনি ২৩ রান করেন। ১০৪ রানের মাথায় ফিরে যান আরিফুল হক। ১৫টি রান আসে তার ব্যাট থেকে। এরপর নাসির হোসেন ও তানবির হায়দার মিলে দলকে ৪১ ওভার পর্যন্ত টেনে নেন। বিকেল ৪টা ২০ মিনিটে আলোক স্বল্পতার কারণে ম্যাচটি আর এগোয়নি। নাসির ৫ রান ও তানবীর ৬ রান নিয়ে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল রোববার সকালে আবার ব্যাট করতে নামবেন।

বল হাতে ঢাকার শাহাদাত হোসেন ও সালাউদ্দিন সাকিল ২টি করে উইকেট নিয়েছেন।


ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়