ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ড্রয়ের আগে ফরহাদের ৬ উইকেট, রাজ্জাকের ৪

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ড্রয়ের আগে ফরহাদের ৬ উইকেট, রাজ্জাকের ৪

রুবেল হোসেনের হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম (ডানে)। ছবি: অগাস্টিন সুজন

আগের দিন ১১ ওভারে ২৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ফরহাদ রেজা আজ শেষ দিন দুর্দান্ত বোলিংয়ে নিলেন খুলনার শেষ ৬ উইকেটের সবকটিই! পরে খুলনার হয়ে আব্দুর রাজ্জাক নিলেন ৪ উইকেট। মিরপুরে বোলারদের দাপটের ম্যাচ ড্র হয়েছে প্রত্যাশিতভাবেই।

ওয়ালটন জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে প্রথম স্তরের এই ম্যাচের প্রথম দিন ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় দিনে খেলা হয়েছিল মাত্র ১২ ওভার। যেখানে রাজশাহী বিনা উইকেটে তুলেছিল ৩৬ রান। পরদিন রুবেল হোসেনের ৭ উইকেট শিকারে রাজশাহী গুটিয়ে যায় ১৫১ রানেই।

আজ শেষ দিনে ফরহাদের তোপে পড়ে খুলনা অলআউট হয়ে যায় ২০১ রানে। দ্বিতীয় ইনিংসে রাজশাহী ৭ উইকেটে ১৯১ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল।

ম্যাচ সেরা হয়েছেন রুবেল। তার হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন জাতীয় লিগের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম।

 

মিরপুর শের-ই-বাংলায় আগের দিনের ৪ উইকেটে ১৫৪ রান নিয়ে আজ শেষ দিন শুরু করেছিল খুলনা। কিন্তু নাহিদুল ইসলামকে একপ্রান্তে রেখে খুলনা উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতেই। বাকি ৬ উইকেটে স্কোরবোর্ডে তারা যোগ করতে পারে মাত্র ৪৭ রান।

ফরহাদ একে একে তুলে নিয়েছেন নুরুল হাসান সোহান, জিয়াউর রহমান, মইনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন ও আব্দুল হালিমের উইকেট। দুই অঙ্কে যেতে পারেননি কেউই। নাহিদুল ৩৩ রানে অপরাজিত ছিলেন।

২০.১ ওভারে ৪৮ রান দিয়ে ৬ উইকেট নেন ফরহাদ। আগের দিন দুটি করে উইকেট পেয়েছিলেন মোহর শেখ ও মুক্তার আলী।

৫০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে রাজশাহীও উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। ৮৯ রানের মধ্যেই হারায় ৫ উইকেট। একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন অভিষেক মিত্র। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১১০ বলে ৭ চারে ৫১ রান করেন এই ওপেনার।

এছাড়া অধিনায়ক ফরহাদ হোসেন ২৮, সাব্বির রহমান ২৫, মুক্তার আলী করেন ৩৯ রান। সানজামুল ইসলাম ২৩ ও শাখির হোসেন ১৭ রানে অপরাজিত ছিলেন।

বাঁহাতি স্পিনার রাজ্জাক ৬৯ রানে নেন ৪ উইকেট। ৩৬ রানে ২ উইকেট নেন হালিম। রুবেল ৯ ওভারে ৩৫ রানে উইকেটশূন্য ছিলেন। তবে প্রথম ইনিংসের ক্যারিয়ার সেরা বোলিং তাকে এনে দেয় ম্যাচ সেরার পুরস্কার।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়