ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্যর্থ আশরাফুল, সোহাগ গাজীর ঝড়ো ব্যাটিং

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যর্থ আশরাফুল, সোহাগ গাজীর ঝড়ো ব্যাটিং

ছবি: জে খান স্বপন

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব সবচেয়ে বেশি পড়েছিল এই ম্যাচে। বরিশাল ও চট্টগ্রামের মধ্যকার ম্যাচে বৃষ্টির কারণে প্রথম তিন দিন বলই মাঠে গড়ায়নি। অবশেষে শেষ দিনে খেলা হলো। তাও মাত্র ১৯ ওভার। ম্যাচ ড্র হয়েছে অনুমিতভাবেই।

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে দ্বিতীয় স্তরের এই ম্যাচে বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে মঙ্গলবার শেষ দিনে খেলা শুরু হয় বিকেল তিনটায়।

টস জিতে ব্যাট করতে নেমে বরিশালের শুরুটা ভালো হয়নি। ইফরান হোসেনের করা ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যান রাফসান আল মাহমুদ। আরেক ওপেনার মোহাম্মদ আশরাফুলও ব্যর্থ হয়েছেন। ইফরানের পরের ওভারে আশরাফুল ফেরেন ৯ বলে ২ রান করে।

তিন নম্বরে নেমে ঝড় তোলেন সোহাগ গাজী। নোমান চৌধুরীর বলে এলবিডব্লিউ হওয়ার আগে মাত্র ৩০ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৪ রান করেন তিনি। ১৩ ওভারে ৩ উইকেটে ৭০ রানে ইনিংস ঘোষণা করে বরিশাল। আবু সায়েম ২১ ও নুরুজ্জামান ৩ রানে অপরাজিত ছিলেন।

জবাবে ৬ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে চট্টগ্রাম বিনা উইকেটে তোলে ৪৫ রান। সাদিকুর রহমান ২২ বলে একটি চারে ১৪ ও পিনাক ঘোষ ১৫ বলে ৫ চার ও এক ছক্কায় ৩০ রানে অপরাজিত ছিলেন।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়