Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৮ ফেব্রুয়ারি ২০২১ ||  ফাল্গুন ১৫ ১৪২৭ ||  ১৫ রজব ১৪৪২

সারাদেশে শৈত্য প্রবাহ শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ৯ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৮:০৩, ৯ ডিসেম্বর ২০২০
সারাদেশে শৈত্য প্রবাহ শুরু

ছবি : জাহিদুল হক চন্দন

সারাদেশে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার কারণে আকাশ মেঘলা, কমছে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাট ১২ দশমিক ৪ এবং সর্বোচ্চ তাপমাত্রা খেপুপাড়া। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। খবর বাসসের। 

বুধবার (৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিন সারা দেশে আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি একটা অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।  মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।  এর একটি বড় অংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এসব এলাকার নৌযানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। কিন্তু কোনো সংকেত দেখাতে হবে না।

 

হাসিবুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়