ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযান: অধিকতর চার্জশুনানি ২৫ মার্চ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ২৬ জানুয়ারি ২০২১  
কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযান: অধিকতর চার্জশুনানি ২৫ মার্চ

ফাইল ছবি

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় দায়ের করা মামলায় অধিকতর চার্জশুনানির তারিখ পিছিয়ে আগামী ২৫ মার্চ ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) মামলায় অধিকতর চার্জশুনানির জন্য ধার্য ছিল। কিন্তু এদিন শরীফুল ইসলাম ওরফে খালেদ অন্য মামলায় গ্রেপ্তার হয়ে রাজশাহী কারাগারে থাকায় তাকে পুলিশ তাকে আদালতে হাজির করতে পারেনি।

এজন্য সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান অধিকতর চার্জশুনানির এ তারিখ ঠিক করেন।

আসামি হলেন- রাকিকুল হাসান রিগ্যান, সালাহ্ উদ্দিন কামরান, আব্দুর রউফ প্রধান, আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা, শরীফুল ইসলাম ওরফে খালেদ ওরফে সোলায়মান, মামুনুর রশিদ রিপন ওরফে মামুন, আজাদুল কবিরাজ ওরফে হার্টবিট, মুফতি মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুর, আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজ ওরফে নাসরল্লা হক ওরফে মুসাফির ওরফে জয় ওরফে কুলমেন ও হাদিসুর রহমান সাগর।

আসামিদের মধ্যে আজাদুল কবিরাজ পলাতক রয়েছেন। আব্দুর রউফ ও আবুল কাশেম জামিনে।  অন্য সাত আসামি কারাগারে।

প্রসঙ্গত, রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজ বিল্ডিং’ এর পঞ্চম তলায় ২০১৬ সালের ২৬ জুলাই ভোরে অভিযান চালায় পুলিশ। অভিযানে ৯ সন্দেহভাজন জঙ্গি মারা যায়। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। পালিয়ে যায় একজন।  ওই ঘটনায় ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।  মামলায় ১০ জনকে আসামি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২০১৮ সালের ৫ ডিসেম্বর আদালতে এ চার্জশিট দাখিল করেন। গত বছর ৯ মে মামলার  বিচারের জন্য সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হয়। একই বছরের ১৮ জুলাই আদালত ১০ আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন।

মামুন/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়