ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কারাবন্দির নারীসঙ্গ: জেল কোড অনুযায়ী ব্যবস্থা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০০, ২৬ জানুয়ারি ২০২১  
কারাবন্দির নারীসঙ্গ: জেল কোড অনুযায়ী ব্যবস্থা

কাশিমপুর কারাগারে এক নারীর সঙ্গে বন্দির একান্তে সময় কাটানো প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এ ঘটনায় ইতোমধ্যে জেল সুপার, ডেপুটি জেল সুপার, প্রধান কারারক্ষীসহ পাঁচজনকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত কমিটি কাজ করছে। জেল কোড অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ‌্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কারাগারে যে ঘটনা ঘটেছে, তা জঘন্য অপরাধ। এ ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা এ কাজ করেছেন, তারা জেনে-শুনেই করেছেন। ইতোমধ্যে এ ঘটনার বিষয়ে অনেক তথ‌্যই বেরিয়ে এসেছে। ওই নারীর পরিচয় জানা গেছে। কারা তাকে কারাগারে ঢুকতে সহযোগিতা করেছেন, তা জানা গেছে।’

এ সময় উপস্থিত ছিলেন ক্র‌্যাবের সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফসহ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়