ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রিমান্ড শেষে কারাগারে অবন্তিকা বড়াল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ২৭ জানুয়ারি ২০২১  
রিমান্ড শেষে কারাগারে অবন্তিকা বড়াল

২৭৫ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) বান্ধবী অবন্তিকা বড়ালকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় সেগুনবাগিচার দুদক কার্যালয়ে অবন্তিকা বড়ালকে আনা হয়। দুদক উপপরিচালক মো. সালাহউদ্দিনের নেতৃত্বাধীন একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করেন।  এ সময় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।  এরপর তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  গত ১৩ জানুয়ারি অবন্তিকা বড়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিন ওইদিন দুপুর ১২ টার দিকে অবন্তিকা বড়ালকে ধানমিন্ড থেকে গ্রেপ্তার করে দুদক।

এর আগে মামলায় গত ৪ জানুয়ারি পিকে হালদারের আত্মীয় শংখ বেপারীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পি কে হালদার পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএলএফএসএলের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গ্রাহকদের অভিযোগের মুখে বছরের শুরুতেই পি কে হালদার বিদেশে যান।  গত ৮ জানুয়ারি ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ২৫৫ টাকার অবৈধ সম্পদের অভিযোগে তার বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা করেন কমিশনের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।

শিশির/মামুন/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়