ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, আহত ৩

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৯, ১২ এপ্রিল ২০২১   আপডেট: ২১:৩৮, ১২ এপ্রিল ২০২১

সাভারের আশুলিয়ায় জুতার কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (১২ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকার ভবনে আগুন লাগে। সাভার ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, পানি সংকটের কারণে আগুন নেভাতে তাদের বেগ পেতে হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

ফায়ার সার্ভিস ও কারখানার শ্রমিকরা জানান, আশুলিয়ার বাইপাইল এলাকার গোল্ডেন ইউনিয়ন লিমিটেড নামে চার তলার কারখানার তৃতীয় ও চতুর্থ তলায় শ্রমিকরা কাজ করছিল। এ সময় তৃতীয় তলায় জুতা তৈরির সাফলিং মেশিনে বিস্ফোরণ হয়ে আগুন লাগে। পরে আগুন দ্রুত তৃতীয় ও চার তলায় ছড়িয়ে পড়ে। মেশিনের পাশে থাকা তিন শ্রমিক আহত হলে তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

কারখানার ব্যবস্থাপক গাজী আরিফ হাসান জানান, সাফলিং মেশিনে সৃষ্ট স্পার্ক থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে তাদের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সাব্বির/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়