ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শাহজালালে বোমাতঙ্ক: মালয়েশিয়ান বিমানে তল্লাশি

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৭, ১ ডিসেম্বর ২০২১   আপডেট: ০৭:০৮, ২ ডিসেম্বর ২০২১
শাহজালালে বোমাতঙ্ক: মালয়েশিয়ান বিমানে তল্লাশি

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে।

বুধবার (১ ডিসেম্বর) রাত ৯টা ৩৮ মিনিটে ‘এমএইচ১৯৬’ ফ্লাইটটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ছে‌ড়ে আসে। পরে জরু‌রিভা‌বে ঢাকায় অবতরণ ক‌রে।

বিমানবন্দর সূ‌ত্রে জানা গে‌ছে, জরু‌রি অবতরণকারী মাল‌য়ে‌শিয়ান বিমানটি‌তে বোমা থাকতে পারে ব‌লে এক‌টি বার্তা পে‌য়ে‌ছেন তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত ‌বিমান বন্দরের নিরাপত্তাকর্মীরা ফ্লাইটটিতে তল্লাশি চালাচ্ছেন।

বিমানবন্দর সূত্র আরও জানায়, মালয়েশিয়ান বিমানটি থেকে যাত্রী নামানোর জন্য এয়ারপোর্টে থাকা সব এয়ারলাইন্সের বাসগুলো বিমানের পাশে নিয়ে যাওয়া হয়। রাত ১১টা ১০ মিনিটে সেনাবাহিনীর অর্ধশতাধিক সদস্য বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছে।

এই মুহূর্তের বিমানবন্দরে বিমান উঠা-নামা বন্ধ রয়েছে। তবে রাত সাড়ে ১১টার পর থেকে অন্যান্য ফ্লাইটগুলোর চেক-ইন চালু করা হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘আমরা কাজ করছি। পরে এ ব্যাপা‌রে বিস্তারিত জানানো হবে।’

এদিকে মাল‌য়ে‌শিয়ান বিমানটি শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে অবতরণের আগেই ফায়ার সার্ভিসসহ জরুরিসেবা সংস্থাগুলোকে খবর দেওয়া হয়। এছাড়া নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়। ইতোম‌ধ্যে বিমানবন্দরে ফায়ার সার্ভিসের কয়েকটি গাড়িও গেছে।

বিমানবন্দর জোনের অতিরিক্ত উপকমিশনার তাপস কুমার দাস জানান, মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমান‌টি ঘিরে সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থানের কথা জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন রাই‌জিং‌বি‌ডি‌কে বলেন, ‘মালয়েশিয়ান এয়ারলাইন্সের ‌বিমান‌টি‌তে বোমা রয়েছে বলে ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন-চারটি গাড়ি সেখানে গি‌য়ে‌ছে। য‌দিও মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমান‌টি কোথায় যাচ্ছিল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।’

য়াযাদ/সনি/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়