ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দেড় বছর পর চালু হচ্ছে ‘বেনাপোল এক্সপ্রেস’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৩, ২ ডিসেম্বর ২০২১   আপডেট: ০৮:২৩, ২ ডিসেম্বর ২০২১
দেড় বছর পর চালু হচ্ছে ‘বেনাপোল এক্সপ্রেস’

ফাইল ফটো

করোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন। এটি ঢাকা-যশোর-বেনাপোল রুটে চলাচল করবে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিশেষ ট্রেনটি চালু হচ্ছে।

বর্তমানে প্রতিদিন বেনাপোল-আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ৩ হাজার যাত্রী ভারতে যাতায়াত করছেন। করোনার আগে টুরিস্ট ভিসা চালু থাকায় প্রতিদিন ১২ হাজার পাসপোর্ট যাত্রী যাতায়াত করতেন বেনাপোল দিয়ে। এরমধ্যে ৬০ শতাংশ যাত্রী যান চিকিৎসার কারণে। বাকিরা ব্যবসায়ী ও শিক্ষার্থী। বর্তমানে বিজনেস ভিসা চালু থাকলেও ট্রেনের সুবিধা না থাকায় দুর্ভোগে ছিলেন যাত্রীরা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ২০১৯ সালের ১৭ জুলাই বেনাপোল-ঢাকা রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন করেন। ৮৮৬ জন যাত্রী নিয়ে ট্রেনটি চলাচল করছিলো। করোনার কারণে গত বছরের ৫ এপ্রিল থেকে এ ট্রেনটি বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়