ঢাকা     বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৬ ১৪৩২

প্রথম আন্তর্জাতিক স্বর্ণপদক জয়ী আতিকুর রহমান মারা গেছেন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ১৭ জুলাই ২০২৪  
প্রথম আন্তর্জাতিক স্বর্ণপদক জয়ী আতিকুর রহমান মারা গেছেন

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক স্বর্ণপদক বিজয়ী শুটার আতিকুর রহমান। আজ বুধবার সকালে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এই ক্রীড়াবিদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকাল তার বয়স হয়েছিল ৫৯ বছর।

১৯৯০ সালে নিউ জিল্যান্ডে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে আবদুস সাত্তার নিনির সঙ্গে জুটি বেঁধে স্বর্ণ জিতেছিলেন আতিকুর। শুটিংয়ে সেটিই ছিল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক পদক। একই গেমসে দুই শুটার অন্য একটি ইভেন্টে জিতেছিলেন ব্রোঞ্জ। এছাড়া ১৯৯৩ সালে ঢাকায় অনুষ্ঠিত ষষ্ঠ সাফ গেমস কিংবা ১৯৯৫ সালে মাদ্রাজ সাফে (এখন চেন্নাই) পাঁচটি স্বর্ণ জিতেছেন—ব্যক্তিগত ও দলগত।

দীর্ঘ দিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন আতিকুর। গতকাল রাতে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। অসুস্থবোধ করলে নেওয়া হয় হাসপাতালে। কিন্তু সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের পতাকা বিশ্বমঞ্চে উচিয়ে ধরা এই শুটার।  

শুটিং থেকে অবসর নেওয়ার পরও খেলাটির সঙ্গে নানা ভূমিকায় জড়িয়ে ছিলেন তিনি। তার জানাজার নামাজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন কমপ্লেক্সে। এরপর দাফনের জন্য নিয়ে যাওয়া হয় চট্টগ্রামে।

ঢাকা/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়